Breaking News
recent

নওগাঁ ভ্রমণ

বাংলাদেশের উত্তর-পশ্চিম ভাগে, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন জেলাটির নাম নওগাঁ জেলা।
১৯৮৪ সালে মহাকুমা থেকে নওগাঁ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। উত্তরে ভারতের দক্ষিণ দিনাজপুর, দক্ষিণে বাংলাদেশের নাটোর ও রাজশাহী, পূর্বে জয়পুরহাট ও বগুড়া জেলা এবং পশ্চিমে ভারতের মালদহ ও বাংলাদেশের নবাবগঞ্জ জেলা, এরই অমত্মবর্তী ভূ-ভাগ এই নওগাঁ জেলা।

যাতায়াত ব্যবস্থা
  • ঢাকা থেকে সড়ক ও রেল উভয় পথেই যাওয়ার ব্যবস্থা রয়েছে।

সড়ক পথ
ঢাকা থেকে সড়কপথে নওগাঁ জেলার দূরত্ব ৩৯৭ কিলোমিটার। ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন কোম্পানির একাধিক বাস নওগাঁ জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিদিন সকাল ৭:০০ টা থেকে শুরু করে প্রতি ১ ঘন্টা পর পর রাত ১১:৩০ পর্যন্ত বাসগুলো ছেড়ে যায়। এসি ও নন-এসি উভয় ধরনের বাস এই রুটে চলাচল করে। এই রুটে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছে।
  • শ্যামলী
  • হানিফ
  • এমআর
  • এসআর
  • রিফাত
  • কেয়া
  • বাবলু

ভাড়া
  • নন-এসি ৪৫০ টাকা
  • এসি ৮০০ টাকা

ঢাকা - নওগা রুটে চলাচলকারী বাসগুলোর যোগাযোগের নাম্বার
টি আর ট্রাভেলস০২-৮০৩১১৮৯
এস আর ট্রাভেলস০২-৮০১৩৭৯৩
শ্যামলী পরিবহন০২-৯০০৩৩৩১,৮০৩৪২৭৫
একতা পরিবহন০১৭১১-১০৩১৯১ , ০১৭১২-২৮৭৭৩০
হানিফ পরিবহন০১৭১৩-৪০২৬৬১,০১৭১৩-৪০২৬৭৩
বাবুল এন্টারপ্রাইজ০১৭১১১১৯৩৭২,০১৮১৭০৮২৮০২,০১১৯৩০৯০৭১৩


ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে বাসগুলো ছাড়ার সময়সূচী
ক্রঃনং
বাসের নাম
ঢাকা থেকে ছাড়ার সময়
শ্যামলী
সকাল ৭.০০টা, ৮.০০টা, ৯.০০টা, ১০.০০ টা, বেলা ১১.০০ টা, ১২.০০ টা, ০১.০০ টা, ২.০০ টা, ৩.০০ টা, ৪.০০ টা, বিকাল ৫.০০ টা, ৬.০০ টা, সন্ধ্যা- ৭.০০ টা, রাত্রি-৮.০০ টা,৯.০০ টা, ১০.০০ টা, ১১.০০ টা ও ১২.০০ টা
এস,আর
সকাল ৭.৩০ টা, ৯.৩০ টা, বেলা ১১.৩০ টা, ১.৩০ টা, ৩.৪৫ টা, ৪.৩০ টা, সন্ধ্যা ৭.৩০ টা, রাত্রি- ৯.৩০ টা ও ১১.৩০ টা
কেয়া
দুপুর ১২.৩০ ও রাত্রি ১১.০০ টা
হানিফ
সকাল ৭.০০ টা, ৮.০০ টা, ৯-৩০ টা, বেলা ১১.৩০ টা, ১.৩০ টা, ৩.০০টা , বিকাল ৫.০০ টা, রাত্রি ৮.৩০ টা, ৯.৩০ টা, ১০.৩০ টা ও ১১.৩০ টা
বাবলু
সকাল ৭.৩০ টা, বেলা ১০.০০ টা, ২.৩০ টা, বিকাল ৫.০০ টা, সন্ধ্যা-৭.৩০ টা, রাত্রি ১০.০০ টা ও ১১.৩০ টা
টি,আর
কাল ৭.৩০ টা, বেলা ১১.৩০ টা, ১.৩০, ৫.০০ টা, সন্ধ্যা ৭.৪৫ টা ও রাত্রি ১১.৩০ টা


নওগাঁ বাস টার্মিনাল থেকে বাসগুলো ছাড়ার সময়সূচী
ক্রঃনং
বাসের নাম
নওগাঁ থেকে ছাড়ার সময়
শ্যামলী
সকাল ৭.০০টা, ৮.০০টা, ৯.০০টা, ১০.০০ টা, বেলা ১১.০০ টা, ১২.০০ টা, ০১.০০ টা, ২.০০ টা, ৩.০০ টা, ৪.০০ টা, বিকাল ৫.০০ টা, ৬.০০ টা, সন্ধ্যা- ৭.০০ টা, রাত্রি-৮.০০ টা,৯.০০ টা, ১০.০০ টা, ১১.০০ টা ও ১২.০০ টা
এস,আর
সকাল-৬.০০ টা, ৭.০০ টা, ৮.০০ টা, ৮.৩০ টা, ১০.০০ টা, বেলা ১.৩০ টা, ৩.০০ টা, ৪.০০ টা, ও রাত্রি-১১.০০ টা
কেয়া
সকাল ৭.০০ টা, ১০.০০ টা ও রাত্রি ১১.০০ টা
হানিফ
সকাল ৭.০০ টা, ৯.১৫ টা, ১০.১৫ টা, ১০.৩০ টা, ১১-১৫ টা, বেলা ১২.৩০ টা, ৩.০০ টা, সন্ধ্যা-৭.০০ টা, রাত্রি-১১.০০ টা, ১১.১৫ টা, ১১.৩০ টা ১১.৪৫ টা ও ১২.০০ টা
বাবলু
ভোর ৪.০০ টা, সকাল ১০.০০ টা, বেলা ১১.৩০ টা, ২.৩০ টা, বিকাল ৪.০০ টা ও রাত্রি- ১১.০০ টা
টি,আর
সকাল ৬.০০ টা, ৬.৩০ টা, ৯.০০ টা, ১০.০০ টা, বেলা ১১.৩০ টা, ২.৩০ টা, ৩.৩০ টা, সন্ধ্যা-৭.০০ টা, রাত্রি ১১.০০ ও ১১.৩০ টা


দেশের অন্যান্য জেলা থেকে সড়ক পথে নওগাঁ জেলায় যাতায়াত ব্যবস্থা
চট্রগ্রাম থেকে নওগাঁ (সরাসরি বাস যোগাযোগ)শ্যামলী পরিবহন- সন্ধ্যা ৭.০০ টা
হানিফ পরিবহন - রাত ৮.০০ টা
কেয়া পরিবহন  - রাত ৮.০০ টা
ভাড়া-৪৫০/- টাকা
বগুড়া থেকে নওগাঁ (সরাসরি বাস যোগাযোগ)সারাদিন বাস চলাচল করে
ভাড়া আনুমানিক ৩৫/- টাকা
ট্রেনযোগে সান্তাহার হয়ে নওগাঁ আসা যায়
রাজশাহী থেকে নওগাঁ (সরাসরি বাস যোগাযোগ)সারাদিন বাস চলাচল করে
ভাড়া আনুমানিক ৭০/- টাকা
ট্রেনযোগে সান্তাহার হয়ে নওগাঁ আসা যায়
অন্যান্য জেলা /উপজেলা হতে নওগাঁসরাসরি বাস যোগাযোগ

রেলপথ
সড়কপথের পাশাপাশি ট্রেনে করেও নওগাঁ জেলায় যাতায়াত ব্যবস্থা রয়েছে। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে এই রুটের ট্রেনগুলো ছেড়ে যায়। যাওয়ার পথে বিমানবন্দর স্টেশন থেকেও যাত্রী ওঠানো হয়। বঙ্গবন্ধু সেতু হয়ে ঈশ্বরদী, নাটোর হয়ে এই রুটের ট্রেনগুলো যাতায়াত করে। নওগাঁ গামী যাত্রীদের সান্তাহার স্টেশনে নামতে হয়। সান্তাহার স্টেশন থেকে ৮ কি.মি. উত্তর-পশ্চিম কোণে নওগাঁ জেলা পরিষদ অবস্থিত।

নওগাঁ জেলায় চলাচলকারী ট্রেনসমূহের মধ্যে রয়েছে –
  • দ্রুতযান এক্সপ্রেস
  • নীলসাগর এক্সপ্রেস
  • লালমনি এক্সপ্রেস

ভাড়ার তালিকা ও ছাড়ার সময়
ট্রেনের নাম
ছাড়ার সময়
সুলভ
এসি
গন্তব্য
দ্রুতযান এক্সপ্রেস২০:৩০
২০৫/-
-
সান্তাহার
নীলসাগর এক্সপ্রেস০৮:৩০
২০৫/-
-
সান্তাহার
লালমনি এক্সপ্রেস২২:০০
২০৫/-
-
সান্তাহার























                            ঢাকা থেকে নওগাঁ জেলার রোড ম্যাপ


নওগাঁ জেলার দর্শনীয় স্থানসমূহ
বৃহত্তর নওগাঁ জেলায় রয়েছে বহু পূরাকীর্তি। স্থানগুলো হলো :
  • কুশুম্বা মসজিদ (মান্দা)
  • পাহাড়পুর বৌদ্ধ বিহার (বদলগাছি)
  • পতিসর রবীন্দ্র কাচারি বাড়ি (আত্রাই)
  • ভিমের পান্টি (ধামইরহাট)
  • দিব্যক জয়স্তম্ভ (পত্নীতলা)
  • মাহি সমেত্মাষ (ধামইরহাট)
  • বলিহার রাজ বাড়ি (নওগাঁ সদর)
  • আলতাদিঘি (ধামইরহাট)
  • জগদল বাড়ি (ধামইরহাট)
  • হলুদ বিহার (বদলগাছি)
  • দুবলহাটি জমিদার বাড়ি (নওগাঁ সদর)


কুশুম্বা মসজিদ
  • নওগাঁ বালুডাংগা বাস টার্মিনাল হতে সরাসরি বাসযোগে ঐতিহাসিক মান্দার কুসুম্বা মসজিদ যাওয়া যায়। আনুমানিক দূরত্ব ৩৫ কিঃমিঃ বাস ভাড়া- ৩০/-টাকা।
  • জনসাধারণের জন্য কুসুম্বা মসজিদে থাকার কোন ব্যবস্থা নেই । দিনে যেয়ে দিনেই ফিরে আসতে হবে অথবা উপজেলা সদর/জেলা সদরে থাকা যাবে; তবে ভি আই পি দের বিশ্রামের  জন্য একটি কক্ষ রয়েছে।

বিস্তারিত:
জনাব মুন্সী মোঃ মনিরুজ্জামান
উপজেলা নির্বাহী অফিসার
মান্দা, নওগাঁ
মোবাইল নম্বর- ০১৭২০৩৫৭২৮৪



পাহাড়পুর বৌদ্ধ বিহার
  • নওগাঁ বালুডাংগা বাস টার্মিনাল হতে সরাসরি বাসযোগে ঐতিহাসিক পাহাড়পুরে যাওয়া যায়। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরাধীন জাদুঘর আছে। নওগা থেকে আনুমানিক দূরত্ব ৩২ কি.মি.। বাস ভাড়া ৩০ – ৪০ টাকা।
  • জনসাধারণের জন্য পাহাড়পুরে থাকার কোন ব্যবস্থা নেই। দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে অথবা উপজেলা সদর/জেলা সদরে থাকা যাবে; তবে ভি আই পি দের থাকার জন্য নিকটে রেস্টহাউস আছে ।

বিস্তারিত:
জনাব আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান
উপজেলা নির্বাহী অফিসার
বদলগাছী, নওগাঁ
মোবাইল নম্বর- ০১৭১৭২২৭৬৯০



পতিসর রবীন্দ্র কাচারি বাড়ি
  • নওগাঁ থেকে সরাসরি বাস যোগে পতিসরে যাওয়া যায়। দূরত্ব আনুমানিক- ৪৫ কিঃমি:। ভাড়া- ৩৫.০০ টাকা ।
  • জনসাধারণের জন্য পতিসরে থাকার কোন ব্যবস্থা নেই। দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে অথবা উপজেলা সদর/জেলা সদরে থাকা যাবে; তবে ভি আই পি দের থাকার জন্য জেলা পরিষদের ডাকবাংলো আছে ।

বিস্তারিত:
মো: শরিফুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার
আত্রাই, নওগাঁ
মোবাইল নম্বর: ০১৭১১-২৬৬০৮৫



জগদল বিহার
  • নওগাঁ বালুডাংগা বাস টার্মিনাল হতে সরাসরি বাসযোগে ধামইরহাট উপজেলা সদর সেখান হতে বাস/অটোরিক্মা যোগে ঐতিহাসিক জগদলবিহার যাওয়া যায়। আনুমানিক দূরত্ব: ৬৫ কিঃমি:। বাসভাড়া- ৬০-৭০/-টাকা ।
  • জনসাধারণের জন্য জগদ্দল বিহার থাকার কোন ব্যবসহা নেই। দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে অথবা উপজেলা সদর/জেলা সদরে থাকা যাবে।

বিস্তারিত:
জনাব আবু নূর মোঃ শামসুজ্জামান
উপজেলা নির্বাহী অফিসার
ধামইরহাট, নওগাঁ
মোবাইল নম্বর- ০১৮১৯১১৬৫১৮



দিবরদীঘী
  • নওগাঁ বালুডাংগা বাস টার্মিনাল হতে সরাসরি বাসযোগে ঐতিহাসিক দিবরদীঘি যাওয়া যায়। আনুমানিক দূরত্ব ৫০ কিঃমিঃ বাসভাড়া- ৫০- ৬০/-টাকা ।

  • জনসাধারণের জন্য দিবরদিঘি থাকার কোন ব্যবস্থা নেই। দিনে যেয়ে দিনেই ফিরে আসতে হবে অথবা উপজেলা সদর/জেলা সদরে থাকা যাবে; তবে ভি আই পি দের থাকার জন্য সাধারণ একটি রেস্টহাউজ আছে ।

বিস্তারিত:
জনাব মোঃ আব্দুল মালেক
উপজেলা নির্বাহী অফিসার
পত্মীতলা, নওগাঁ
মোবাইল নম্বর- ০১৭১১৭৩৬৪৬৪



জবই বিল
  • নওগাঁ থেকে সরাসরি বাস যোগে জবই বিল যাওয়া যায়। দূরত্ব আনুমানিক- ৮৫-৯০ কিঃমি:। ভাড়া- ৫০-৬০ টাকা।

  • জনসাধারণের জন্য জবই বিল থাকার কোন ব্যবস্থা নেই। দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে অথবা উপজেলা সদর/জেলা সদরে আগে থেকে যোগাযোগ করে থাকা যেতে পারে।

বিস্তারিত:
উপজেলা নির্বাহী অফিসার
সাপাহার ,নওগাঁ। ফোন: ০৭৪৩২-৭৪০০৪(অফিস)
মোবাইল নম্বর: ০১৭১২-২৫৫৭০০


নওগাঁ জেলার কয়েকটি আবাসিক হোটেলের নাম ও যোগাযোগের নাম্বার
ক্রমিক নং
হোটেলর নাম ও ঠিকানা
০১.
মেসার্স হোটেল আগমনী
মুক্তির মোড়, নওগাঁ
ফোন-০৭৪১-৬৩৩৫১
০২.
মেসার্স হোটেল অবকাশ
পার-নওগাঁ, সান্তাহার রোড
নওগাঁ ফোন-০৭৪১-৬২৩৫৬
০৩.
মেসার্স হোটেল ফারিয়াল
পার-নওগাঁ, সান্তাহার রোড
নওগাঁ ফোন-০৭৪১-৬২৭৬৫
০৪.
মেসার্স হোটেল যমুনা
শহীদ কাজী নূরুন্নবী মার্কেট
পার-নওগাঁ, নওগাঁ ফোন-০৭৪১-৬২৬৭৪
০৫.
মেসার্স হোটেল পস্নাবন
শহীদ মুক্তিযোদ্ধা সড়ক
কাঁচা বাজার রোড, নওগাঁ
ফোন-০৭৪১-৬২৮৮৪
০৬.
মেসার্স হোটেল স্মরণী
পুরাতন বাসষ্ট্যান্ড
প্রধান সড়ক, নওগাঁ
ফোন-০৭৪১-৬১৬৮৫
০৭.
মেসার্স হোটেল টু ষ্টার
মুক্তির মোড়, নওগাঁ
০৮.
মেসার্স হোটেল আরিফ
ইসলামপুর সড়ক
নওগাঁ বাজার, নওগাঁ
ফোন-০৭৪১-৬৩২৪৭
০৯.
মেসার্স আজিজ রেষ্ট হাউজ
সুপারি পট্টি, নওগাঁ
১০.
মেসার্স হোটেল রাজ
পার-নওগাঁ, নওগাঁ
ফোন-০৭৪১-৬২৪৯২
১১.
মেসার্স হোটেল সমবায় সমিতি
পার-নওগাঁ, সান্তাহার রোড
নওগাঁ
১২.
মেসার্স আফসার রেষ্ট হাউজ
সদর হাসপাতাল রোড, নওগাঁ
ফোন-০৭৪১-৬৩১৫৩
১৩.
মেসার্স হোটেল খাওয়া-দাওয়া
মোহাম্মদী মার্কেট (৩য় তলা)
চুড়িপট্টি রোড(বঙ্গবন্ধু রোড)
নওগাঁ
১৪.
মেসার্স উত্তরা বোর্ডিং
হোটেল পট্টি, নওগাঁ

No comments:

Powered by Blogger.