Breaking News
recent

বাগেরহাট ভ্রমণ

খুলনা বিভাগের মধ্যে যে কয়েকটি জেলা রয়েছে বাগেরহাট তার মধ্যে অন্যতম। বাগেরহাটে প্রথম বসতি স্থাপন করে অনার্য শ্রেণীর মানুষ।
এদের মধ্যে রয়েছে ভূমধ্য সাগরীয় অঞ্চল হতে আসা অস্ট্রিক ও দ্রাবিড় এবং মঙ্গোলীয় আলপাইন প্রভৃতি। এ অঞ্চলে অনার্য প্রভাবের বড় নিদর্শন হল পৌন্ড্রক্ষত্রিয় সম্প্রদায়। বাগেরহাট জেলায় রয়েছে হযরত খান জাহান আলী (র) এর মাজার ও অন্যান্য নানা নিদর্শন যা প্রতিনিয়ত দর্শনার্থীদের আকৃষ্ট করে থাকে। ঢাকা থেকে বাগেরহাট যেতে সময় লাগে ৭/৮ ঘন্টা।
                                 


অবস্থান
২২°- ৩২¢ থেকে ২২°- ৫৬¢ উত্তর অক্ষাংশে এবং ৮৯°- ৩২¢ থেকে ৮৯°- ৪৮¢ পূর্বে দ্রাঘিমাংশের জনপদই বাগেরহাট। এ জেলার আয়তন ৫৮৮২.১৮ বর্গকিলোমিটার। তন্মধ্যে ১৮৩৪.৭৪ বর্গ কিলোমিটার বনাঞ্চল,৪০৫.৩ বর্গকিলোমিটার জলাশয় এবং অবশিষ্টাংশ নিম্ন সমভূমি। এ জেলার উত্তরে ফরিদপুর জেলা, পশ্চিম ও উত্তরে খুলনা জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে পিরোজপুর জেলা অবস্থিত।

যাতায়াত পদ্ধতি
ঢাকা থেকে বাগেরহাটে  সাধারনত সড়ক পথেই যাতায়েত করা হয়ে থাকে। ঢাকা থেকে বাগেরহাট জেলায় সড়ক পথে যাতায়েত করতে সময় লাগে ৭ থেকে ৮ ঘন্টা, তবে ফেরী পারাপারের সময় যানজট থাকলে সময় বেশী লাগে।

ঢাকা থেকে বাগেরহাট  ভাড়া
গাবতলী ও সায়েদাবাদ টার্মিনাল  থেকে বেশ কয়েকটি বাস বাগেরহাটের উদ্দেশ্য ছেড়ে যায়। এ সব বাস গুলোর মধ্যে পর্যটক পরিবহন, দিগন্ত পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, সুন্দরবন সার্ভিস প্রা: লি:  দ্রুতি পরিবহন, আরা  পরিবহন ও সোহাগ পরিবহন অন্যতম। নিচে কয়েকটি বাসের ভাড়া দেওয়া হল।

পর্যটক পরিবহন
কাউন্টার
যোগাযোগ
সায়েদাবাদ
০১৭৪৬৪৮৭১৮১
০১৭১৯৮১৩০০৪
০১৭১২২৮১৬০১
মিরপুর-১০
০১৭২৫১২১০০৯
বাইপাল
০১৭১৩২৬২৮৪৯
আব্দুল্লাহপুর
০২-৮৯১২১৭৪
০১৭১১৩৯৩৩৯৬
০১৭১১২০৭৬৮৬
নর্দা-বারিধারা
০২-৯৮৮৮৮৬১

গন্তব্য ও ভাড়া
গন্তব্য
ভাড়া
বাগেরহাট
৪০০/-
রায়েন্দা
৫২০/-
সোনাডাংগা
৪২০/-

সুন্দরবন সার্ভিস প্রা: লি:
ঢাকাস্থ বুকিং অফিস
  • সায়েদাবাদ বাস টার্মিনাল। মোবাইল +৮৮-০১৬৭৫-৯৪৩৫৭৮
  • জনপথ পূর্বপাড় +৮৮-০১৮১৮-৫২৯০০৮, ০১৬৭২-৭৫৫৩৩৮
  • জনপথ মোড় পূর্বপাড় +৮৮-০১৭২০-২২০২৭২, ০১৯২০-২২২৫৭১
  • জনপথ মোড় পূর্বপাড় +৮৮-০১৭২০-২২০২৭২

গন্তব্য ও ভাড়া
গন্তব্য
ভাড়া (টাকা)
মংলা
৩০০ টাকা
ফকিরহাট
৩০০ টাকা
বাগেরহাট
৩০০ টাকা

এছাড়া খুলনা রুটে যে সব বাস চলাচল করে সে সব বাসের অধিকাংশই বাগেরহাট জেলায় বিরতি দেয়। সে ক্ষেত্রে খুলনার বাসেও বাগেরহাট  যাওয়া যায়।

লঞ্চ পারাপার
খুলনা ও যশোর রুটের অনেক গাড়ী লঞ্চে যাত্রী পারাপার করে থাকে। লঞ্চে যাতায়াত করলে সময় ও অর্থ দুটোই কম লাগে।

যাত্রা পথে পড়বে  চোখে
ঢাকা থেকে বাগেরহাটে  যাওয়ার পথে সাভার স্বৃতিসৌধ, সাভার ক্যান্টনমেন্ট, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় , মানিকগঞ্জ, ফরিদপুর, যশোর, গোপালগঞ্জ, নড়াইল জেলার বিভিন্ন দর্শণীয় স্থান চোখে পড়বে।

দর্শণীয় স্থান
বাগেরহাট জেলায় এক সঙ্গে দুইটি ওয়ার্ল্ড হেরিটেজ রয়েছে যা পৃথিবীর কোথাও নেই। এখানে রয়েছে অসংখ্য পুরাকীর্তি আর ঘন শ্যামল বনানী। পীর খানজাহানের স্মৃতি বিজড়িত সাগর কন্যা সুন্দরবনের আঁচলে ঢাকা বাগেরহাট পযর্টকদের জন্য অন্যতম আর্কষণীয় স্থান।

দর্শণীয় স্থানের তালিকা
১. ষাট গম্বুজ মসজিদ
২. খানজাহান আলী (রঃ) এর মাজার
৩. সিংগাইর মসজিদ
৪. বিবি বেগনী মসজিদ
৫. চুনখোলা মসজিদ
৬. পীর আলী মোহাম্মদ তাহের এর সমাধী
৭. এক গম্বুজ মসজিদ
৮. নয় এক গম্বুজ মসজিদ
৯. সাবেক ডাঙ্গা পুরাকীর্তি
১০. রণবিজয়পুর মসজিদ
১১. জিন্দাপীর মসজিদ
১২. রেজা খোদা মসজিদ
১৩. খানজাহানের বসত ভিটা ঢিবি
১৪. কোদলা মঠ
১৫. ইংরেজ শাসনের বিরম্নদ্ধে বিদ্রোহী শহীদ কৃষক রহিমুলস্নবহর বাড়ি
১৬. মোড়েলের স্মৃতি সৌধ
১৭. ১৮৬৩ সালে তৎকালীন এস ডি ও গেরৈ চন্দ্র বসাক কর্তৃক প্রতিষ্ঠিত বাগেরহাট নিম্ন মাধ্যমিক স্কুল, যা ১৮৮৯ সালে পুর্নাঙ্গ স্কুলে রুপান্তরিত হয়
১৮. ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত খড়ড়িয়া নিম্ন মাধ্যমিক স্কুল, মুলঘর, ফকিরহাট যা ১৮৮৯ সালে পুর্নাঙ্গ স্কুলে রুপান্তরিত হয়
১৯. মোংলাপোর্ট
২০. চিলা চার্চ
২১. কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সমাধী
২২. শ্রী প্রফুল্ল ঘোষের বসতবাটি (জমিদার বংশীয়)
২৩. নীল সরোবর
২৪. জমিদার শ্রী ক্ষীতিষ চন্দ্রের বসতবাটির ধ্বংসাবশেষ
২৫. শাহ আউলিয়াবাগ মাজার। হযরত খানজাহান আলী (রহঃ) এর এক সহচর পীর শাহআউলিয়ার মাজার
২৬. নাট মন্দির। জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষের বসতবাটির আঙ্গিনায় অবস্থিত
২৭. জমিদার শ্রী রামজয়দত্তের কাছারি বাড়ি
২৮. বৃটিশ সেনাদের পযবেক্ষণ টাওয়ার
২৯. ডক্টর নীলিমা ইব্রাহীমের পিত্রালয়ের বাটি
৩০. জোড়া শিব মন্দির। জমিদার শ্রী কাশিনাথ দত্তের পরিবার ইহা প্রতিষ্ঠা করেন
৩১. স্বর্নে নির্মিত প্রায় ৩০০ বছরের পুরাতন কৃষ্ণ মূর্তি, গোপাল জিউর মন্দিও, লাউপালা, যাত্রাপুর
৩২. দুবলার চর, কটকা, কচিখালি
৩৩. বিশ্ব ঐতিহ্য সুন্দরবন

No comments:

Powered by Blogger.