Breaking News
recent

"সারিঘাট" রাজধানীর অদূরে প্রকৃতির সন্নিবেশে এ বিকেল

সারিঘাট : রাজধানীর অদূরে প্রকৃতির সন্নিবেশে এ বিকেল

ইট কাঠ পাথরের এই শহরে একটু প্রশান্তি এবং বিনোদনের জন্য হাহাকার করে মাং
সের খাচায় বদ্ধ আত্মা গুলো। শহরের একঘেয়ে মানুষজন একটু প্রশান্তির খোঁজে গ্রামীণ এলাকায় যেতে চায়  আর তা শহরের খুব কাছে হলে ত কথাই নেই  ।    এই পোস্টে লিখব সারিঘাট আর শরতের কাশবন নিয়ে  , এ সময় কাশ বনে যাওয়ার কারণে শেষ নেই আর কাশবনের ক্ষণে ক্ষণে রূপ বদলায় শেষ নেই, সকালে এক রূপ কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের সময় আরেক বৃষ্টির সময় তার রূপের যে কত খেলা তা বলে শেষ করা যাবেনা।
ঢাকার যাত্রাবাড়ী বা তার আশপাশে যারা আছেন; তারা ঘুরে আসতে পারেন সারিঘাট থেকে।
ঢাকা শহরের যান্ত্রিকতা থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্য জায়গাটি বেশ ভালো। সবুজে ঘেরা পরিবেশ সাথে নৌকা ভ্রমণ। এখানকার সবুজ শান্ত নিরিবিলি পরিবেশ যে কারো ভালো লাগবে। হারিয়ে যাবেন গ্রামবাংলার চিরচেনা প্রকৃতির মাঝে।

সারিঘাট: সারিঘাট হচ্ছে বসুন্ধরা রিভারভিউ প্রোজেক্টের পিছনের একটি এরিয়া যা আইন্তা এবং আড়াকুল গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া একটি খালের অংশবিশেষ।

খালের পাশ দিয়ে রয়েছে সার ধরে করেই গাছ যার ফলে এখন এই জায়গাটা সারিঘাট নামে বেশি পরিচিত।খালের নব্যতা বাড়ানোর জন্য ড্রেজিং করা হয়েছিল এবং রিভার প্রজেক্ট এর বালু আড়াকুল গ্রামের দেখে ফেলার কারণে এখানে শরৎকালের দেখা মিলে বিস্তীর্ণ কাশবন। খাল বিল আর গাছ পালার কারনে অনেকটা গ্রামীণ মনে হয় যা একটু মনে প্রশান্তি এনে দিবে আপনাকে ।


 কিভাবে যাবেন:
ঢাকার যেকোনো জায়গা থেকে প্রথমে যাত্রাবাড়ী। সেখান থেকে জুরাইন রেলগেট বাস বা লেগুনায়। ভাড়া ১০-১৫ টাকা। জুরাইন রেলগেট থেকে পোস্তগোলা ব্রিজের ওপারে যাবেন।

ভাড়া ১০-১৫ টাকা।
কেরানীগঞ্জ হাসনাবাদ বাস স্ট্যান্ড/পোস্তগোলা ব্রীজের কেরানীগঞ্জ প্রান্ত,ব্রিজের গোড়া থেকেই রিকশাতে সারিঘাট 30 টাকা নিবে ছুটির দিনে 40 টাকা নিতে পারে,  মাঝে মাঝে ভাড়া অনেক বেশি নেয় চাপ বারলে ।

 শরতকালে কাশবনে যেতে  চাইলে সারিঘাটের শেষ দিক দিয়ে হেঁটে যেতে পারেন আর যদি তাড়াহুড়া থাকে তবে নৌকায় পার হতে পারেন।

কাশবন ছাড়া আর কি দেখার এবং ঘুরার আছে:
সারিঘাট শুরুতেই পড়বে কায়াকিং দেড়শ টাকা জনপ্রতি নিবে। এখানে মাত্র তিনটি কায়াক বোট আছে তাই বিকেল বেলা একটু চাপ পড়ে কায়াকিং করার জন্য তাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাবেন। 
(collected)

কায়াকিং হচ্ছে ভ্রমণ করার জন্য একধরনের ছোট নৌকা, যা বৈঠা বা লগি ব্যবহার করে চালানো যায়। ইচ্ছেমতো ঘুরতে পারবেন পানি দেখতে দেখতে। কায়াকিং চালাতে বেগ পেতে হয় না। কেবল নৌকা ডানে ও বামে নেওয়ার কৌশল রপ্ত করলেই নির্ভেজাল আনন্দে ঘুরতে পারবেন। এছাড়া নৌকা ভাড়া করতে পারেন ঘণ্টা প্রতি 100 টাকা থেকে শুরু হয়। তবে ওঠার আগে দরদাম করে নেয়াই ভালো।

খাওয়া-দাওয়া: 
এখানে বেশ অনেকগুলো টং ঘর রয়েছে যেখানে আপনি গোল গোলা ,চাপটি, পিয়াজু আলুর চপ, ঝালমুড়ি ফুচকা খেতে পারেন।

নতুন কিছু রেস্টুরেন্টে হয়েছে সেগুলোতে আপনি বারবিকিউ সহ অন্য খাবারগুলো চেখে দেখতে পারেন।

কখন গেলে ভালো:
ছুটির দিন বাদে গেলে সকাল দশটা এগারোটা থেকে দুপুর পর্যন্ত ঘুরে আসলে ভালো কারণ বিকালে প্রচুর মানুষ ঘুরতে যায় 





Google Maps Location link: Sarighat (Click here)











No comments:

Powered by Blogger.