ফাউন্টেনপেন পাদটিকা 📝
হুমায়ূন আহমেদ
দখিন হাওয়া
ধানমন্ডি
হুমায়ূন আহমেদ এর ফাউন্টেনপেন বই থেকে নির্দিষ্ট কিছু পাদটিকা এখানে তুলে ধরা হলো ।
যা ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে।
১. পোকারা আমাদের উপর রাগ করে কামরায় না।
তারা বেঁচে থাকতে চায় বলেই কামরায়। সমালোচক/নিন্দুকদের
বেলাতেও কথাটা সত্য। তারা আমাদের রক্ত চায়,
আমাদের কষ্ট চায় না ।
ফ্রেডারিখ নীট্শে
২. প্রশ্নঃ মুসলমান মাত্রই বেতের নামাজের কথা
জানেন। তিন রাকাতের নামাজ। বেতের
শব্দের অর্থ বেজোড়। এক একটি বেজোড়
সংখ্যা। এক রাকাতের নামাজ কি পড়া যায়।
উত্তরঃ হ্যাঁ যায়।
হুমায়ূন আহমেদ
কুইজ
ফুটবল খেলার শুরুটা কীভাবে হয় ?
উত্তরঃ চীনের মিং ডায়ানাস্টির গোড়ার দিকে শুরু। মিং রাজাদের
হাতে পরাজিত সেনাপতিদের কাটা মুণ্ড সম্রাটের সামনে
রাখা হতো । সম্রাট কাটা মুন্ডুতে লাথি দিতেন। মুন্ডু গড়িয়ে
যেত । সম্রাট আনন্দ পেতেন। তাঁর আনন্দ থেকেই ফুটবল।
৩. দর্শন হলো একটি অপ্রয়োজনীয় এবং ভুল শাস্ত্র।
-দার্শনিক ইমাম গাজ্জালি (রঃ)
3.1. Books are a delightful society. If you go into a room
filled with books, even without taking then down
from their shelves, they seem to speak to you , to
welcome you.
৪. নিউজিল্যান্ডের এক বাড়িতে দু’টি ভূত ধরে বোতলবন্দি
করা হয়েছে। একটি অল্পবয়সী দুষ্ট ভূত। অন্যটি শান্ত-ভদ্র
ভূত দুটি ভূতই ইন্টারনেটের মাধ্যমে নিলামে তুলে বিক্রি
করা হয়েছে।
সূত্র: কালের কন্ঠ, ইন্টারনেট
৫. জমিকে লালাউ গুল জিনহে খেয়াল নেহি
ও লোগ চান্দসিতারোঁ কি বাৎ কারতে হ্যায়।
খয়াল কানপুরী
পৃথিবীর বুকের ফুলফল লতাগুল্মে যার চোখ নেই,
সে-ই শুধু আকাশের চন্দ্র এবং নক্ষত্রের গল্প করে।
5.1. How many loved your moments of glad grace
and loved your beauty with love false or true,
But one man loved the pilgrim soul in you,
And loved the sorrows of your changing face.
৬. পটল সামান্য একটা সবজি। বাংলা ভাষা ও সাহিত্যে
এই সবজির দু’টি ব্যবহার আছে।
‘পটলচেরা চোখ’
পটলকে লম্বালম্বিভাবে ফালা বরলে টানা টানা
চোখের মতো লাগে। সেই থেকেই পটলচেরা চোখ।
’পটল তোলা’
পটল তোলা হলো মৃত্যু । তুচ্ছার্থে এর ব্যবহার।
যেমন, হাবলু পটল তুলেছে।
পটল তোলার সাঙ্গে মৃত্যুর কী সম্পর্ক আমি অনেক দিন জানতাম না।
বাংলা ভাষার পন্ডিতদের জিঙ্গেস করেছি, তারাও কিছু জানাতে পারেন নি।
সম্প্রতি আমি এই বাগধারার উৎস জেনেছি । পাঠকদের জানাচ্ছি -
- “লিখে রাখো এক ফোটা দিলাম শিশির।”
ফলবান পটলগাছের সবগুলো পটল তুলে নিলে গাছটি মারা যায় বলেই
পটল তোলা মৃত্যু বুঝায় ।
কুইজ
কোন প্রাণীর হৃৎপিন্ড থাকে তার মাথায় ?
উত্তরঃ পিপীলিকা
৭. মুনীনাঞ্চ মতিভ্রম ঃ
জিহবা টলতি ধীরস্য
পাদষ্টলতি হস্তিনঃ ।
ধীর ব্যক্তিরও জিহবা কখনো কখনো বিচলিত হয়।
হাতিরও কখনো কখনো পদস্খলন হয়।
কুইজ
প্রতি সেকেন্ডে পৃথিবীপৃষ্ঠে কতবার বজ্রপাত হয় ?
উত্তরঃ দুইশত বার ।
৮. পরাজয় সহ্য করা সবার জন্যেই কঠিন , আবার শুরুতেই সাফল্যের
ধাক্কাও অনেকেই সহ্য করতে পারে না।
কুইজ
থরুমে যে টয়লেট পেপার ব্যবহার করা হয় তা কাদের আবিষ্কার ?
উত্তরঃ চীনাদের (১৩৯১) সন।
৯. কিছু মানুষ আছে যারা বইয়ের মত কথা বলে। আনন্দের বিষয়
হচ্ছে . কিছু বই আছে মানু্ষের মত কথা বলে।
( There are, in actual fact man who talk like books.
Happily however, there are also books that talk
like man. )
১০. বৃক্ষের নিকটে গিয়ে বলি,
দয়াবান বৃক্ষ তুমি একটা কবিতা দিতে পারো ?
বৃক্ষ বলে , আমার বাকল ফুঁড়ে আমার মজ্জায়
যদি মিশে যেতে পারো, তবে
হয়তোবা পেয়ে যাবে একটি কবিতা ।
শামসুর রহমান
No comments: