Breaking News
recent

আলো-আঁধারি

story


পুরো রুম নিস্তব্ধতায় তলিয়ে আছে। অথবা অস্ফুট এক ধ্বনির ভেতর গিয়ে নিস্তব্ধতার চাদর জড়িয়েছে। দু‘জোড়া চোখ তখনো তন্দ্রানচ্ছনতার ভেতরে জেগে আছে। অথবা আরো বেশি।
 অথবা দু‘জোড়া থেকে একজোড়া পথ হারিয়ে দলছুট তারকার মত টুপ করে ঝরে পড়ছে। একজোড়া চোখ নিদ্রায় জাহান্নাম দেখে আঁৎকে ওঠে। আর ঘুমাতে চায় না। হয়তো ঘুমালেই সব শেষ হয়ে যাবে এই ভয়ে। শেষ হবে না, সুযোগ হারাবে মাত্র। কেননা, শেষ হবার কিছু নেই। দু‘জোড়া চোখ প্রতিরাতÑ না, না, কয়েক রাতÑ এভাবে অনেক রাত তক জেগে থাকে। অথবা নিস্তব্ধতা কামনা করে। নীরবতা চায়। কিন্তু কামনার বস্তু, নিস্তব্ধতা পায় নাÑ আরো একজোড়া অথবা আরো কয়েক জোড়া চোখ জেগে থাকে; কেনানা অন্যরাও নীরবতা নির্জনতাকে পেয়ে কাজে লাগায় Ñ কারু মাদককে হ্যাঁ বলার ইচ্ছ....................................next

No comments:

Powered by Blogger.